খুলনা ব্যুরো

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

খুলনায় ৪০ হাজার জাল টাকাসহ নারী গ্রেপ্তার

খুলনায় ৪০ হাজার জাল টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পাইকগাছার কাশিমনগর এলাকা থেকে নূরজাহান খাতুন (৩৭) নামের ওই নারীকে টাকাসহ গ্রেপ্তার করা হয়। নূরজাহান খাতুন শিববাটী এলাকার শরফত মোল্যার মেয়ে।

পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে পাইকগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কাশিমনগর গ্রামের কাশিমনগর পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার ওপর হতে শুক্রবার রাত ৭টায় সন্দেহবসত অবস্থায় নূরজাহান খাতুনের গতিরোধ করা হয়। পরে তার কাছে থাকা ৪০টি এক হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট উদ্ধার করেন। এ ব্যাপারে গভীর রাতে আসামির বিরুদ্ধে বাদি হয়ে বিশেষ আইনে ক্ষমতা মামলা দায়ের করেন পাইকগাছা থানার এসআই শেখ ইমরুল করিম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close