শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে থানা থেকে সন্দেহজনক আসামির পলায়ন

গাজীপুরের শ্রীপুরে থানা হেফাজতে থাকা রফিকুল ইসলাম নামে এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রফিকুল ইসলাম এক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে থানা হেফাজতে ছিলেন। গত বুধবার রাত ১০টার দিকে থানা থেকে তিনি পালিয়ে যান। তাকে খুঁজতে গিয়ে তার সন্তানসহ তিন জনকে ধরে এনেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রফিকুল ইসলামের বড় ভাই জয়নাল আবেদীন। তিনি বলেন, গত সোমবার রাতে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আমার ভাই রফিকুল ইসলামকে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ধরে নিয়ে আসে। পরে আমরা থানা হেফাজতে থাকা রফিকুলকে দেখতে গিয়ে খাবার দিয়ে আসি। তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আবদুর রাজ্জাকের নেতৃত্বে ১০ থেকে ১২ জন পুলিশ রফিকুলের বাড়িতে আবারও অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশ জানিয়েছে, রফিকুল থানা থেকে পালিয়ে গেছে। এ সময় বাড়ি থেকে রফিকুলের ছেলে জাহিদ হাসানকে (২২) আটক করে নিয়ে যায় তারা। তাকে নিয়ে রফিকুল ইসলামের শ্বশুরবাড়ি বরমীর তাঁতিসুতা গ্রাম থেকে বিল্লাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩০), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সিয়ামকে (২৩) থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা থানা হেফাজতে থাকা তিনজনের সঙ্গে আমরা দেখা করেছি। তবে পুলিশ তাদের সঙ্গে কথা বলতে দেয়নি। পরে রাতে তাদের ছেড়ে দেয়। তবে এ সম্পর্কে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ওসি মো. শাহ্ জামানের বক্তব্য নিতে তার দাপ্তরিক মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
"