নিজস্ব প্রতিবেদক

  ১২ জানুয়ারি, ২০২৪

শপথ অনুষ্ঠানে হাসিমুখে পিটার হাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ না বললেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গভবনে উপস্থিত হন তিনি। এরপর অন্যান্য অতিথির সঙ্গে তিনি বঙ্গভবনের দরবার হলে আসন গ্রহণ করেন।

জাতীয় নির্বাচনের পরপরই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দ্রুততার সঙ্গে ভারত, চীন এবং রাশিয়াসহ অনেক দেশ অভিনন্দন জানালেও ভিন্ন পথে হাঁটে যুক্তরাষ্ট্র। তারা বলে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদ- অনুযায়ী হয়নি। যুক্তরাষ্ট্রের মতো একই সুর দেখা যায় যুক্তরাজ্য, কানাডাসহ কিছু পশ্চিমা দেশের। তবে বিবৃতিতে যাই বলুক, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাস।

যুক্তরাষ্ট্রের সুর কি কিছুটা নরম : নির্বাচনের পর পশ্চিমা কিছু দেশ গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও, তাদের সুর নির্বাচনের আগের তুলনায় এখন কিছুটা নরম।

নির্বাচন নিয়ে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে, বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠন, মানবাধিকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র আগ্রহী। অর্থাৎ যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়ার পরিবর্তে ইন্দো-প্যাসিফিক অংশীদারত্বের ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে। ফলে তারা যে পরিস্থিতি পর্যালোচনা করছে, সেটা ধারণা করা যায়। বিরোধী দলের কর্মীর গ্রেপ্তার এবং নির্বাচনের দিনের অনিয়মের প্রতিবেদন নিয়ে উদ্বেগ জানালেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার দেওয়া বিবৃতিতেও বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বলেছে, লাখ লাখ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে উদ্বেগ জানালেও তারা বলেছে, ঘনিষ্ঠ অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের জন্য অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close