reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০২৩

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের সভা

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ডিজিটাল লিংকে বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির প্রতিনিধি পরিচালক মো. জামিরুল ইসলাম, মো. রফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার রাশনা ইমাম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলম সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া মোহাম্মদ সাইদুজ্জামান এফসিএ, এফসিএস, উপমহাব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এবং কোম্পানির অন্য ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করে সর্বসম্মতিক্রমে প্রতিটি আলোচ্যসূচি অনুমোদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close