চট্টগ্রাম ব্যুরো
১০ ডিসেম্বর, ২০২৩
চট্টগ্রামে ঝুট কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় কাদের বেডিং নামে একটি ঝুট ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে সকাল পৌনে ৯টার দিকে কালুরঘাট, বায়েজিদ ও চন্দনপুরা স্টেশনের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন