বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখম
যশোরের বেনাপোলে রেশমা খাতুন (৩০) নামে তৃতীয় লিঙ্গের (নারী) একজনকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছেন তার স্বামী। গত মঙ্গলবার রাত ৩টায় বেনাপোল পৌর সভার বাগে জান্নাত মসজিদের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থল থেকে রেশমাকে উদ্ধার করে প্রথমে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্য জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
রেশমা খাতুন বেনাপোল পোর্ট থানা এলাকার কাগজপুকুর গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী। এ ঘটনার পর থেকে জাফর গা-ঢাকা দিয়েছে।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রেশমা ও জাফর বেপরোয়া জীবন যাপনে অভ্যস্ত ছিল। প্রায়ই তাদের মধ্যে মারামারি লেগে থাকত। এ নিয়ে বেনাপোল পোর্ট থানায় একাধিকবার মীমাংসা করার চেষ্টা চললেও লাভ হয়নি। ঘটনার রাতে পারিবারিক বিষয়ে বিতর্কের জেরে বটি দিয়ে রেশমাকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায় জাফর।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল ভূঁইয়া বলেন, রেশমা নামে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখমের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
"