ঢাবি প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৩

অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের মিছিল

আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে বিএনপির ঢাকা অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকালে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল বের করেন তারা। মিছিলটি অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখারপুল মোড়ে রাস্তা অবরোধ করে শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ (এফ আর), মো. তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, মাহবুব আলম শাহিন, নূরে আলম ভূঁইয়া ইমনসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।

অবরোধ সমথর্নে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, গণমানুষের ভোটাধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ১৭ কোটি মানুষের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনের সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close