নিজস্ব প্রতিবেদক

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৩

‘সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দেওয়া হয়নি’

সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দিয়ে কোনো কারিকুলাম তৈরি হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এ সব কথা বলেন। এর আগে বিরোধী দলের সদস্যরা বলেন, সাম্প্রদায়িক উসকানি দিয়ে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে। এটিকে ইস্যু তৈরি করে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে নওগাঁয় বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ পাস করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এ বিলের ওপর বিরোধী দলের সদস্যদের দেওয়া বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এখানে সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দেওয়ার কথ বলা হয়েছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দিয়ে কোনো কারিকুলাম তৈরি হয়নি। কারিকুলাম নিয়ে যদি কেউ মিথ্যাচার, অপপ্রচার করে সেই দায় সেই অপশক্তির। সেই দায় নিশ্চয়ই সরকার বা কারিকুলামের নয়।

এর আগে বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গণফোরামের মোকাব্বির খান বলেন, দেশের ১০৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষিত বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। তাই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের আগে শিক্ষার মান নিশ্চিত করার দাবি জানান তিনি। জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর থেকে মানসম্মত শিক্ষা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close