উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২২

উলিপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিকে অধিকতর কার্যকরভাবে বাস্তবায়ন এবং এর সফল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে এই মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মো. এনামুল হক। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক ডা. সৈয়দা নওশীন পর্ণিনী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলামপ্রহাসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেশকাতুল আবেদ, উলিপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close