উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২২

উলিপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভা

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের সর্বস্তরের জনগণের মাঝে প্রচারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হাসিব কবির পাপ্পুরাজের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির পণ্ডিত।

আমিনুল ইসলাম বিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, জেলা আওয়ামী লীগের সদস্য মতি শিউলি, সংগঠনের মহাসচিব আশরাফুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রাসাদ পান্ডে গবা, সংগঠনের উপদেষ্টা এ কে এম ফজলুল হক মুকুল, প্রধান শিক্ষক মাহফুজার রহমান, বদরুল আলম।

এ সময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার নেতা এবং বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করে শিক্ষকদের রুজির পথ করে দেওয়ার জন্য জোড় দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close