জাবি প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

জাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে হল প্রশাসনের উদ্যোগে ‘জননেত্রী শেখ হাসিনা : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিণত রাজনীতিবিদ শেখ হাসিনা তার দূরদৃষ্টি নেতৃত্বের গুণে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির পথে অগ্রসর করছেন। বিশ্বে এখন তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছেন। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, উড়াল সড়ক ও মেট্রোরেল ব্যবস্থা গড়ে তুলে তিনি বাঙালির স্বপ্ন জয় করেছেন।

হল প্রভোস্ট হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রধান আলোচক অধ্যাপক বশির আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন পৃথক কর্মসূচির মাধ্যমে পালন করেছে শাখা ছাত্রলীগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close