অনলাইন ডেস্ক
১২ মে, ২০২৪
শহরালির কড়চা
শ্রমিক থাকে উৎপাদনে
ঘামায় তাদের মেটে
পরের আরামণ্ডআয়েশ বাড়ায়
হদ্দ খাটা খেটে।
তাদের শ্রমে হয় মালিকের
অট্টালিকা খাড়া
যতই তাদের আকুতি থাক
পায় না তারা সাড়া।
কাজের ন্যায্য দাম পায় না
কাটায় অনাহারে
জর্জরিত হয় সারাক্ষণ
ঋণ-কর্জের ভারে।
মাথা গোঁজার ঠাঁই মেলে না
ভোগে রোগে-শোকে
অভাব পিছু লেগে থাকায়
আঁধার দেখে চোখে।
ভাগ্যে তাদের জোটে শুধু
শুভংকরের ফাঁকি
মে দিবসের সকল চাওয়া
আজও থাকে বাকি।
* শচীন্দ্র নাথ গাইন
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন