reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

শহরালির কড়চা

সারা বছর পড়ে থাকে

আঁধারে থমথমে,

কোনো কাজ কিংবা দরকারে

যায় না কেউই ভ্রমে।

একুশ এলে সেই উদ্যানে

বইয়ের মেলা জমে,

হাজার লোকের সরগরমে

অন্ধকার যায় কমে।

নানা রকম বইয়ে বইয়ে

পরিবেশ রমরমে,

ছোট-বড় ঘুরে সবাই

যায় না একটু দমে।

বই যদিও জড় বস্তুর

যেন কথা বলে,

জাগিয়ে দেয় কী আছে

হৃদয়ের গভীর তলে।

এই বিশ্ব ঘুরিয়ে দেখায়

কেবল পড়ার ছলে,

বই দেয় প্রাণের খোরাক

প্রশান্তি তার ফলে

জানা-অজানা দেয় ঘুচিয়ে

বিবেকবুদ্ধি জ্বলে,

সারা বছর বইমেলা হোক

সবাই একই দলে।

* জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close