reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

মজার জোকস

*

বিয়ের আগে দ্রুত ভুঁড়ি কমাবেন যেভাবে

এক দিন দুই বন্ধু বসে গল্প করছে-

পল্টু : বন্ধু কি করি বল তো?

বন্ধু : কী হয়েছে, তোর এত মন খারাপ কেন?

পল্টু : আরে এই ভুঁড়িটা নিয়ে চিন্তায় আছি। সামনে বিয়ে কীভাবে কমাব?

বন্ধু : একজন ডাক্তারের পরামর্শ নে তাহলে।

কয়েক দিন পর-

বন্ধু : কী রে সারা দিন মোবাইল ফোনে গেম খেলিস কেন তুই?

পল্টু : ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না।

*

প্রতিদিন দামি শাড়ি পরবেন যেভাবে

এক মহিলা আর এক মহিলাকে বললেন, ‘আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে। তাই না?

দ্বিতীয় মহিলা : হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।

*

লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা

তার মা বিষয়টি সহ্যই করতে পারেন না। তাই হাতে স্যান্ডেল নিয়ে ছুটে গেলেন ছেলের দিকে-

মা : বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি তার পরও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করব।

লাল্টু : মা! আর হবে না এমন।

মা : তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না।

লাল্টু : মা, স্যান্ডেলও তো পায়ে দেওয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close