reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০২৩

শহরালির কড়চা

বিএ, এমএ পাস করেছি

ফুললি এখন বেকার

চাকরি দেবার বিজ্ঞাপনেই

নজর থাকে দেখার।

নিয়োগেরই বিজ্ঞাপনে

অভিজ্ঞতা চেয়ে

তোমরা দেখি বেকারগণের

নিচ্ছো মাথা খেয়ে।

নিয়োগেরই শর্তে লাগাও

অভিজ্ঞতার কথা

পাস করলাম এই তো সেদিন

কাজ করে না মাথা।

চাকরি করার পরেই জানি

অভিজ্ঞতা আসে

তোমাদের ওই বিজ্ঞাপনে

চোখে পানি ভাসে।

কাজ দাও আগে খেয়ে বাঁচি

তারপর অভিজ্ঞতা

বেকারদেরই পক্ষ থেকে

এটাই পরম কথা।

* কামরুজ্জামান দিশারী

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close