মজার জোকস
*
পরীক্ষায় ফেল করেও খুশি বল্টু
মামা : কীরে এ প্লাস পেয়েছিস?
পল্টু : না মামা, আমি তো ফেল করেছি।
মামা : এ কথা তুই হেসে হেসে বলছিস? মানে কী?
পল্টু : পাশের বাড়ির জবাও ফেল করেছে তাই।
মামা : মানে কী?
পল্টু : ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে।
মামা : রিকশাওয়ালার সঙ্গে তোর কী সম্পর্ক!
পল্টু : আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।
*
যৌতুক চাওয়ার কৌশল
পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বলল-
পাত্র : বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রলে চলে। শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’
*
ট্যাক্সি ড্রাইভার ও বল্টুর স্ত্রী
নতুন বউ নিয়ে বেড়াতে যাচ্ছে বল্টু। ট্যাক্সিতে পেছনের সিটে বসে স্বামী-স্ত্রীতে চলছে মধুর আলাপ! এমন সময় লক্ষ করলেন, ড্রাইভার গাড়ির আয়নায় বারবার স্ত্রীর দিকে তাকাচ্ছে। বল্টু ভীষণ ক্ষেপে গেলেন-
বল্টু : এই ব্যাটা, অমন মিটমিট করে বারবার কী দেখিস? দাঁড়া, তোর দেখা আমি বের করছি। তুই পেছনে এসে বস, আমিই গাড়ি চালাব!
"