reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২৩

শহরালির কড়চা

ভোটের ঘণ্টা বেজে গেছে

জানুয়ারির সাত,

সব প্রার্থীর তাড়াহুড়া

জিতে করবে মাত।

যে যারই এলাকায় ঘুরে

মিলায় কেবল হাত

শুভ বিনিময় করছে খুব

হেসে কেলিয়ে দাঁত।

সকল প্রকার বিষয় নিয়ে

করছে মধুর বাত,

যাচ্ছে সবার ঘরে ঘরে

হোকনা গভীর রাত।

হোকনা তারা উঁচু স্তরের

কিংবা নীচু জাত,

কোথাও আবার নোটে নোটে

ভরে দিচ্ছে পাত।

ছলে বলে সু-কৌশলে

করতে চাচ্ছে কাত,

নেইরে হিসাব এখন এত

লাভ লসের খাত।

নিজকে রাখছে নিয়ন্ত্রণে

আসুক কষ্ট ঘাত,

কিন্তু ভোটারের চাহিদা যে

নিশ্চিত ডাল-ভাত।

* জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close