reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২৩

শহরালির কড়চা

সব জিনিসের দাম বেড়েছে

দাম বেড়েছে নামের

দাম বাড়েনি ভালো কথার

দাম বাড়েনি কামের।

দাম বেড়েছে আলু-পটোল

দাম বেড়েছে কালির

দাম বাড়েনি বড় সাবের

ভণ্ড গালাগালির।

নুন আনতে পান্তা ফুরায়

ফুরায় চোখের পানি

ফুরায় না তো এ সংসারে

বেঁচে থাকার গ্লানি।

জমি জিরোত গয়নাগাটি

সব গিয়েছে ঋণে

কালান্তরের ভগ্নদশায়

সবই নিলাম চিনে।

* মনসুর হেলাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close