মজার জোকস
*
রোগীর কানে টিকটিকি
চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে।
রোগী : ডাক্তার বাবু, আমার কানের মধ্যে একটি টিকটিকি ঢুকে গেছে।
চিকিৎসক : কখন?
রোগী : সকাল আটটার দিকে।
চিকিৎসক : আরে, এখন দুপুর ১২টা বাজে! আপনি আগে আসেননি কেন?
রোগী : আমি ভেবেছিলাম, সকাল ৬টার দিকে আমার কানে যে পোকাটা ঢুকেছিল, টিকটিকি ওটাকে খেয়েই বার হবে। কিন্তু এখন দেখছি টিকটিকি-মাছি কোনোটাই বেরোচ্ছে না।
*
বোকা ডাকাত ও তার চালাক উকিল
ছক্কু খুব বোকা ডাকাত। কিন্তু তার উকিল খুবই চালাক। তিনি বিচারককে বলছেন-
উকিল : মাননীয় বিচারক, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতএব, তাকে বেকসুর খালাস দেওয়া হোক।
বিচারক : ছক্কু, আপনার কিছু বলার আছে?
ছক্কু : বেকসুর খালাস পেলে কি আমাকে ব্যাংকের টাকাগুলোও ফেরত দিতে হবে?
*
পৃথিবীতে চার ধরনের প্রেমিকা পাওয়া কঠিন
বল্টু খুবই মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। বন্ধু সুদীপ তা দেখেই জিজ্ঞাসা করল-
সুদীপ : এই বল্টু, কী ভাবছিস?
বল্টু : আমি এতক্ষণ ভেবে একটা ব্যাপার বের করেছি।
সুদীপ : কী সেটা?
বল্টু : পৃথিবীতে চার ধরনের প্রেমিকা কখনো খুঁজে পাওয়া সম্ভব নয়।
সুদীপ : কোন ধরনের?
বল্টু : ১. যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে কখনোই মিসডকল দেয় না!
২. যে মেয়ে শপিং করতে পছন্দ করে না!
৩. যে মেয়ের মনে কোনো হিংসা নেই!
৪. যে মেয়ে ওপরের তিনটি ধরন পড়ার পরও মাথা ঠাণ্ডা রাখতে পারে!
"