
১২ নভেম্বর, ২০২৩
শহরালির কড়চা

সুখী এখন বড়ো দুঃখী
বন্ধ লেখাপড়া,
পিতার আয়ে পেট চলে না
বাজার ভীষণ চড়া।
অভাব দিচ্ছে সংসার ভেঙে
মাতার কষ্টে গড়া,
বস্তির মালিক বাসা ছাড়তে
নির্দেশ দিলো কড়া।
সাত দিন সময় সকল প্রকার
মালপত্র তাই সরা,
জীবন জুড়ে নামলো আঁধার
লাগলো মহা খরা।
রিকশাচালক রুগ্ণ পিতার
জীবন ঋণে ভরা,
কাজে যেতে ইচ্ছুক মাতার
শরীর বাতে ধরা।
ব্যথা বাড়ে করলে ভীষণ
বেশি নড়াচড়া,
ছোট্ট ভাইটি শিখছে মাত্র
মায়ের আঙুল ধরা।
নয় বছরের সুখী ভাবছে
কীযে উপায় করা,
ধীরে ধীরে সবার বুঝি
উপোস করে মরা।
* জাকির আজাদ
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন