মজার জোকস
*
ভালোবাসার পরীক্ষা পেছাতে প্রেমিকের আবেদন
প্রেমিকা : তুমি কি আমায় ভালোবাসো?
প্রেমিক : বিশ্বাস না হলে পরীক্ষা করো?
প্রেমিকা : ধরো তোমার শার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি ১৫ টাকা চাইলাম, তুমি দিতে পারবে?
জরুরি টাকাটায় প্রেমিকার চোখ পড়েছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বলল, কেন পারব না, ১০০ বার পারব। তবে পরীক্ষার তারিখটা একটু পেছানো যায় না?
*
দাদুর ভালো ঘুম হয় না
খোকন : জানেন স্যার, গতকাল আমার দাদুকে আপনার কথা বলছিলাম।
স্যার : তাই নাকি? তা তোমার দাদু কী বললেন?
খোকন : দাদু খুব আফসোস করলেন। বললেন, ‘আহা, আমার যদি এমন একজন শিক্ষক থাকত!’
স্যার : বাহ্! এ বয়সেও তোমার দাদুর পড়ালেখায় এত আগ্রহ!
খোকন : না স্যার, তা না। দাদুর অনেক দিন নাকি ভালো ঘুম হয় না।
*
ক্ষুধার্ত ডাকাতের হোটেল ডাকাতি
বিচারক : তুমি বলছো তুমি ক্ষুধার্ত ছিলে বলে হোটেল থেকে ক্যাশ ডাকাতি করেছো। কিন্তু হোটেলের খাবার ডাকাতি করাটাই স্বাভাবিক ছিল না?
ডাকাত : খেয়ে পয়সা না দেওয়াটা আমার জন্য অপমানজনক, মহামান্য আদালত।
বিচারক : তুমি ডাকাতি কর সেটা অপমানের নাকি, খেয়ে টাকা না দেওয়া অপমানজনক?
ডাকাত : জি, মহামান্য আদালত। আমি একজন ডাকাতের সর্দার বলে কথা। খেয়ে বিল দেব না এমন কাজ আমি কখনো করতে পারি না।
"