reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২৩

শহরালির কড়চা

যা যা যা যারে শীত

বড়লোকের ঘরে

লেপ তোশকে শুইতে দিবে

আদর সোহাগ করে।

পরতে দিবে স্যুট সোয়েটার

বসতে দিবে সোফায়

মাখবে গায়ে লোসন ক্রিম

সাজবে অপরূপায়।

খাইতে দিবে ফিরনি পায়েশ

দেদার অনুষঙ্গে

চা কফিতে চাঙা শরীর

দিন কাটাবে রঙ্গে।

যা যা যা যারে বাবা

বড়লোকের শীত

ধেতাং ধেতাং সুরে গা

নতুন দিনের গীত।

* মনসুর হেলাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close