ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১১ জুন, ২০২৪

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঝন্টু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে নদের ধারে তার মরদেহ পাওয়া যায়। এর আগে, গত রবিবার রাতে নদে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। ঝন্টু উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলবাড়ি এলাকার শামছুল হক এর ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম জানান, গত রাত ১২টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় ঝন্টু বাড়ির পাশে দুধকুমার নদে মাছ ধরতে যান। রাত শেষেও বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খোঁজতে গিয়ে নদীর ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close