চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্মীদের সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিতরণকারী দুটি প্রতিষ্ঠান নেসকো ও পল্লীবিদ্যুতের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প্রতিষ্ঠানের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভাঙচুর হয়েছে কয়েকটি মোটরসাইকেলসহ পিকআপ।

গত শনিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা আতাহার-বুলনপুর এলাকায় বিদ্যুতের লাইন নির্মাণ ও মেরামতের কাজকে ঘিরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন নির্মাণ ও মেরামতের কাজকে ঘিরে নেসকো ও পল্লী বিদ্যুতের কর্মচারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এতে নয়াগোলা-আমনুরা সড়কে আধাঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন জানান, সদর উপজেলার মহারাজপুরসহ চরাঞ্চলের বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য আমাদের লোকজন এরফান অটো রাইস মিলের সামনে যায়। ওইখানে থাকা নেসকোর কর্মচারীরা আমাদের লোকজনদের কাজে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান বলেন, এ ঘটনায় উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close