বগুড়া প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

কালভার্টের নিচে মিলল চালকের মরদেহ

বগুড়া সদর উপজেলায় কালভার্টের নিচ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সাবগ্রাম কুরশা এলাকার দ্বিতীয় বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালকের নাম সম্রাট ইসলাম (৩৭)। তিনি সোনাতলা উপজেলার চামুরপাড়া এলাকার মৃত আজিজার মোল্লার ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, মরদেহ উদ্ধারের সময় অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ নিয়ে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে সম্রাটের পরিবার সূত্রে জানা যায়, স¤্রাট শনিবার বিকেলের দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর সন্ধ্যায় তার মোবাইল ফোনে কল করলে অপরিচিত ব্যক্তি রিসিভ করে বলেন রং নম্বর। এরপর থেকে সম্রাটের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে জানায় পরিবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close