reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

সম্মেলন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী। উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. শহীদুল্লাহ, প্রশাসনিক ট্রাইবুনালের জজ শরনিম আকতার, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আশিকুল খবীর, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।

মুরগি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুরে তিনটি ইউনিয়নে বিভিন্ন চরাঞ্চলে ১৬২ পরিবারের মাঝে মুরগি বিতরণ করেছে রাজিবপুর উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। গতকাল শনিবার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যদের মাঝে ১৫টি করে মুরগী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রেনু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল হাসান প্রমুখ।

মৃত্যুবার্ষিকী

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি সিরাজগঞ্জে সরকারি কলেজ মাঠে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন কারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতার ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত হয়। জেলা আওয়ামী লীগের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় এস. এস. রোডস্থ দলীয় কার্যালয়ে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান। বক্তব্য দেন, দলীয় সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

ওপেন হাউস ডে

হোসেনপুর প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর বাজারে বিট নং ৬ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর থানা ওসি নাহিদ হাসান সুমন। অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল আহমেদের সভাপতিত্বে ও বিট অফিসার বাদল রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা (ডিএমপি) ইন্সপেক্টর তদন্ত মো. নাজমুল হোসেন সহ অরো অনেকে।

সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রলীগ। শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। এসময় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

শপথগ্রহণ

পূর্বধলা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় দলিল লিখক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তমাল আহমেদ, সাব-রেজিস্ট্রার (পূর্বধলা)। তিন বছরের জন্য শপথ গ্রহণ করেন, সভাপতি লুৎফর রহমান লিটন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ মিজান, সহসভাপতি এলকাছ উদ্দিন, সহসম্পাদক সাহাব উদ্দিন আকন্দ আকন্দ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, কোষাধ্যক্ষ রহমত উল্লাহ, সম্মানিত সদস্য হুমায়ুন কবির, মাসুদ রানা, আব্দুল কুদ্দুস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close