সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৯ জুন, ২০২৪

সরাইলে ৪২ ভূমিহীন হিন্দু পরিবারের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৪২টি ভূমিহীন পরিবারের ভূমির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে অরুয়াইল ইউনিয়নের ভূমিহীন পরিবারের উদ্যোগে অরুয়াইল সেতুর উত্তর পাশে মন্দিরের সামনে মানববন্ধন হয়।

এতে ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তারা সকলেই হিন্দুধর্ম সম্প্রদায়ের সদস্য। শ্রী শ্রী মোহন লাল মন্দিরের সভাপতি বেনী মাধব রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জয় শংকর চক্রবর্তী, দেব দাস সিংহ রায়, ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর প্রমুখ।

এ বিষয়ে অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অরুয়াইল ইউনিয়নে তিন শতাধিক ভূমিহীন রয়েছে। স্থানীয় ভূমি কর্মকর্তা ৫ জনকে তালিকা করে কর্তৃপক্ষের মাধ্যমে ভূমি দিয়েছেন। বাকিরা সবাই এখনো ভূমিহীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close