দোহার (ঢাকা) প্রতিনিধি
দোহারে ৫২ কেজি গাঁজা জব্দ, নারী গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলার দোহার ঘাটা এলাকা হতে ৫২ কেজি গাঁজাসহ সোনিয়া (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গত বৃহস্পতিবার রাতে দোহার ঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোনিয়া উপজেলার বানাঘাটা এলাকার শেখ শহিদের মেয়ে। এসময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব-১০ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদকের বড় চালানসহ দোহার থানাধীন দোহার ঘাটা এলাকায় অবস্থান করছে ওই নারী। পরবর্তীতে রাত আড়াইটার দিকে র্যাব-১০ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সোনিয়া। পরে পালানোর চেষ্টা করলে র্যাবের নারী সদস্যের সহায়তায় সোনিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার ভাড়া বাসার কক্ষ হতে পলিব্যাগে রক্ষিত ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার ভাড়া বাসার কক্ষের সামনে থাকা মাইক্রোবাসে অবৈধ আরও মাদকদ্রব্য রয়েছে। এরপর র্যাবের ল তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের সিটের পাটাতনের নিচ হতে আরও ৪২ কেজি গাঁজা জব্দ করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।
"