প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ জুন, ২০২৪

গোপালগঞ্জ-মাগুরা-নাটোর

বর্ণাঢ্য আয়োজনে ছয় দফা দিবস পালিত

গোপালগঞ্জ, মাগুরা ও নাটোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছয় দফা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে তিন জেলায় আলোচনা সভা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জ ওহাব আদর্শ উচ্চবিদ্যালয়ে ৬ দফা দিবসে আলোচনা সভা হয়েছে। উপজেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণের সমাপ্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূল ভিত্তি ছিল ৬ দফা। দীর্ঘদিনের সুবিধা বঞ্চিত বাঙালিদের জন্য ৬ দফা হল মুক্তি ও উন্নয়নের পথ প্রদর্শক। পূর্ব বাংলায় শায়ত্ব শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা পেশ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার প্রমুখ।

ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সুতপা ঘটক।

মাগুরা প্রতিনিধি জানান, ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের জামরুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এনামুল হক হিরোক, যুগ্ম-সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসরাম বিপু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিশোর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে নানা আয়োজনে ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার শহরের কান্দিভিটাস্থ জেলা আওযামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরি জলি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close