কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
০৭ জুন, ২০২৪
কালীগঞ্জে প্রণোদনা পেলেন ৪০০ কৃষক
গাজীপুরের কালীগঞ্জে ক্ষদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে পেলেন কৃষি প্রণোদনা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদ চত্ত্বরে ৪০০ জন কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় ৫ কেজি রোপা আমন উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় কৃষক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন