সিংড়া (নাটোর) প্রতিনিধি

  ০৭ জুন, ২০২৪

২০ মিনিটের ঝড়ে উড়ে গেছে চাল উপড়ে গেছে গাছ

নাটোরের সিংড়ায় মাত্র ২০ মিনিটের ঝড়ে শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এ সব এলাকা। এছাড়া উপজেলার চামারী ইউনিয়নে একজনের আহতের খবর পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত চলে এ ঝড় চলে।

ঝড়ে উপজেলার চামারী, হাতিয়ান্দহ, কলম, ইটালি ইউনিয়নের বেশকিছু গ্রাম, পৌরসভার সোহাগবাড়ি, চকসিংড়া, শোলাকুড়া এলাকার গাছপালা উপড়ে ও ভেঙে গেছে। ঘরের চাল উড়ে গেছে। সারা রাত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এসব এলাকা। এ ঝড়ে বিভিন্ন গ্রামে শত শত ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

ইউএনও জানান, ঝড়ের পর স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক খোঁজখবর নিয়েছেন ও ত্রাণ বিতরণের নির্দেশনা দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close