ঝালকাঠি প্রতিনিধি
পাল্টাপাল্টি মামলা
প্রচারে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আহত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গত বুধবার গভীর রাতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করছেন। দুই মামলায় ২৪৯ ব্যক্তিকে আসামী করা হয়েছে।
জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়, দোয়াত কলম প্রতীকের সমর্থক গালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ মোট ৬৭ জনের নামে মামলা করেন। অপরদিকে মোটর সাইকেল প্রতীকের সমর্থক জহির মোল্লা বাদী হয়ে নামধারী ৪০ জনসহ মোট ১০০ জনের নামে মামলা করেন।
এর আগে বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় নির্বাচনী প্রচারকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দুই দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা নেয়। এ ছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাতে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু ও মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু সংবাদ সম্মেলন করে তাদের কর্মী সমর্থকদের ওপরে অতর্কিত হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেন। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার জন্য প্রশাসনের কঠোর অবস্থানের দাবি জানান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উভয় পক্ষ দুটি মামলা করেছে। আসামীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত আছে।
"