চাঁদপুর প্রতিনিধি

  ২৭ মে, ২০২৪

চাঁদপুরে মিতু হত্যায় একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে মিতু আক্তার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অপর ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) এর বিচারক সাহেদুল করিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন হযরত আলী (৩০)। তিনি ওই উপজেলার কীর্তনখোলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। হত্যার শিকার মিতু আক্তার হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।

মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন তৎকালীন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিনকে। তিনি তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া বলেন, মামলাটি প্রায় সাত বছর চলাকালীন আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামির অপরাধ স্বীকার এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close