বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৪ মে, ২০২৪
বিজয়নগরে যুবদলসহ বিএনপির ৪ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির তিন নেতাসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্ককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী রফিকুল ইসলাম ও বিজয়নগর বর্তমান যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুখলেছুর রহমান লিটন (বৈদ্যুতিক বাল্ব), যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ জয় (আনারস) ও মোর্শেদ কামাল (চশমা)।
গত বুধবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে কাজী রফিকুল ইসলামকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন