প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ মে, ২০২৪

পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

পানিতে ডুবে মাদারীপুরের ডাসারে দুই শিশু, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদারীপুরের শিবচরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী, ভোলার বোরহানউদ্দিনে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও বুধবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের ডাসারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিন্টু মুন্সী ও তার চাচাতো ভাই পান্নু মুন্সীর দুই মেয়ে বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহত দুই শিশুর নাম আশফিয়া (৭) ও মাসফিয়া (৮)। তারা সম্পর্কে চাচতো বোন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার রূপগঞ্জে মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে শিথিল (২৪) নামে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার মুড়াপাড়া এলাকায় জমিদার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। শিথিল রাজধানীর খিলখেত কুরাতলী পর্বপাড়া এলাকার বাসিন্দা আবদুল ওয়াহিদের ছেলে। আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. অলিউল্ল্যা বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মাদারীপুরের শিবচর প্রতিনিধি জানান, শিবচরে খালু বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মীম (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার সন্ন্যাসীর মৃধাকান্দি এলাকায় আড়িয়াল খাঁ নদের এ ঘটনা ঘটে। নিহত মীম আক্তার সন্ন্যাসীর চর ইউনিয়নের পূর্ব সন্ন্যাসীর চর খলিফা কান্দি গ্রামের মিজান খলিফার মেয়ে। সে ৪২ নম্বর পূর্ব সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শিবচর ফায়ার সার্ভিসের টীম লিডার লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে রিক্তা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের সাচড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃতের বাবা রাকিব জানান, ওইদিন দুপুরে তার (শিশুর) মা তাকে ঘরে রেখে বাসার কাজে ব্যস্ত ছিল। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘরের পাশে কূপের পানিতে তাকে ভেসে থাকতে দেখেন। এ সময় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close