অমর ডি কস্তা, বড়াইগ্রাম (নাটোর)

  ২৪ মে, ২০২৪

বড়াইগ্রামের ৩ কিমি

পুলিশের ‘ভুলে’ সড়কে সয়াবিন তেল, দুর্ঘটনায় অর্ধশতাধিক যান

নাটোরের বড়াইগ্রামে সিমেন্টবাহী ট্রাক ও সয়াবিন তেলের কনটেইনারবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। পরে ক্ষতিগ্রস্ত তেলবাহী কনটেইনার থানায় নেওয়ার সময় মহাসড়কের ৩ কিলোমিটারজুড়ে সয়াবিন তেল ছড়িয়ে পড়েছে। এতে বনপাড়া-ঢাকা মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ অর্ধশতাধিক যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২৫ নারী-পুরুষ।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় দুইটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মহাসড়কের ৩ কিলোমিটার অংশে তেল ছড়িয়ে পড়ে। এর ৩ ঘণ্টা পর বড়াইগ্রাম পৌর মেয়র কে এম জাকির হোসেনের উদ্যোগে বালু ছিটিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়।

দুর্ঘটনার পর তেলবাহী ট্রাকের ক্ষতিগ্রস্ত কনটেইনার থেকে সয়াবিন তেল সড়কে পড়তে থাকে। পরে কনটেইনার ট্রাকটি রেকারের মাধ্যমে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ। এতে ঘটনাস্থল থেকে হাইওয়ে থানা পর্যন্ত ৩ কিলোমিটার মহাসড়কজুড়ে কনটেইনারের থাকা ২১ হাজার লিটার তেল ছড়িয়ে পড়তে থাকে। ফলে মহাসড়ক পিচ্ছিল হয়ে চলাচলকারী মোটরসাইকেলসহ অর্ধশতাধিক যান দুর্ঘটনায় পতিত হয়। এতে কমপক্ষে ২৫ নারী-পুরুষ আহত হন। আহতদের বনপাড়ার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বনপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা জানান, ‘হাইওয়ে থানা পুলিশের উচিত ছিল, তেল নির্গত শেষ হওয়ার পর কনটেইনারবাহী ট্রাকটি থানায় নিয়ে যাওয়া। এতে সড়ক বেহাল হতো না এবং দুর্ঘটনায় এতো মানুষ আহতও হতো না।’

জানতে চাইলে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলিমুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে নাটোরগামী সিমেন্টভর্তি ট্রাকটিকে ওভারটেক করার সময় পেছন দিক থেকে ধাক্কা দেয় তেলভর্তি কনটেইনারবাহী ট্রাক। এতে ট্রাকটির সামনের অংশ কিছুটা মুচড়ে যায়, কনটেইনারের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে তেল সড়কে ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষ ছুটে আসেন ট্রাকটির কাছে। বোতল, বালতি, পলিথিনসহ বিভিন্ন ধরনের পাত্র নিয়ে তেল নিতে হুমড়ি খেয়ে পড়েন তারা।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ‘হাইওয়ে থানার উদ্যোগে দুই দফায় মহাসড়কে বালু ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে। তেলবাহী ওই কনটেইনার ট্রাকটি নাটোরে অবস্থিত প্রাণ কোম্পানির চিপস কারখানায় যাচ্ছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close