চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ১৭ মে, ২০২৪

চৌদ্দগ্রামে শ্রমিকের আত্মহত্যা প্ররোচনা অভিযোগে গ্রেপ্তার ১

কুমিল্লার চৌদ্দগ্রামে পলি আক্তার(১৮) নামেইটভাটার এক নারীশ্রমিকের আত্মহত্যা প্ররোচনার অভিযোগেগোলাপ মিয়া নামে এক শ্রমিককে গ্রেপ্তারকরেছেপুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। এর আগে, পলি আত্মহত্যার ঘটনায় তার বাবা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। গ্রেপ্তারগোলাপ একই উপজেলার বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা একতা ব্রিকস ফিল্ডে কাজ চলাকালীন নারী শ্রমিক পলি আক্তার ও গোলাপ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে মারামারি হয়। একপর্যায়ে গোলাপ মিয়া পলি আক্তারকে অশালীন ভাষায় গালাগাল করে এবং ডান হাতের একটি আঙুল কামড়ে জখম করে। এ অপমান সহ্য করতে না পেরে পলি কিছুক্ষণ পর ব্রিকস্ ফিল্ডের পাশে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে। এ সময় আশপাশের অন্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close