খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৬ মে, ২০২৪

পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের শঙ্কা নাগরিক পরিষদের

পাহাড়ের আঞ্চলিক সংগঠনের সশস্ত্র তৎপরতায় শঙ্কা প্রকাশ করে করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সশস্ত্র সন্ত্রাসীদের কর্মকাণ্ড নির্মূলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।

গতকাল বুধবার দুপুরে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান কাজী মজিবুর। এতে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করে তিনি।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিলের যুক্তি তুলে ধরেন নাগরিক পরিষদের চেয়ারম্যান। এ সময় তিনি কেএনএফ-এর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য তুলে ধরেন। এতে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজি, সেনাবাহিনী সদস্যদের হত্যা, ব্যাংক লুট, অরাজকতা সৃষ্টিসহ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার পায়তারার অভিযোগ এনে সংবাদ সম্মেলনে কেএনএফের উপস্থাপিত ৬ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মুকতাদের হোসেন, মহিলা পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক সালমা আহমেদসহ সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close