ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
১৬ মে, ২০২৪
ইসলামপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিলেন এক নারী
জামালপুরের ইসলামপুরে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামের এক নারী। গতকাল বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। বর্তমানে চার সন্তানই সুস্থ্য রয়েছে। খুশি বেগম উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, বাচ্চাদের ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন