লালমনিরহাট প্রতিনিধি

  ১৬ মে, ২০২৪

স্কুল ইউনিফর্ম না পড়ায়

ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুল ইউনিফর্ম পড়ে না যাওয়ায় সপ্তম শ্রেণির এক বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রের বাবা হাতীবান্ধা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে, সোমবার হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ মে) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগে জানা যায়, সপ্তম শ্রেণির ওই ছাত্র তার স্কুল ইউনিফর্ম ময়লা থাকায় সাধারণ পোশাকে স্কুলে যায়। সে কারণে প্রধান শিক্ষক আব্দুস সোবহান তাকে শ্রেণিকক্ষের বাইরে ডেকে নিয়ে বেত দিয়ে বেদম প্রহার করেন। পরে ওই শিক্ষক তাকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রায় ঘণ্টাখানেক তালাবদ্ধ রাখেন। পরে ওই ছাত্রের বাবা তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী ওই ছাত্রের বাবা জানান, তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান। এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close