লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় ছুরিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা গ্রামে ছুরিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় যায় পুলিশ। নিহত যুবকের নাম ফয়সাল (২০)। তিনি লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সীর ছেলে।
গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা যায়, উপজেলার আল-মারকাজুল মসজিদের বিপরীত সড়কের লক্ষীপাশা গ্রামে সড়কের ওপর ছুরিবিদ্ধ ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা ভ্যান ছিনতাই করতেই দুর্বৃত্তরা ফয়সালের পিঠে ছুরি মেরে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়।
"