সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৪ মে, ২০২৪

সিংগাইরে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে জান্নাতুল আক্তার (১৬) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাই জামশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল আক্তার ওই এলাকার জিন্দার আলীর মেয়ে এবং উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। গত রবিবার ফলাফল প্রকাশ হয়। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকতে থাকে, কোনো সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তার নিজের ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তারা। পরে তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে।

গতকাল সোমবার সকালে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close