হবিগঞ্জ প্রতিনিধি

  ১৪ মে, ২০২৪

হবিগঞ্জে নদীর পাড় থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের লাখাইয়ে নদীর পাড় থেকে রিবন রুপা দাস (৪০) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রবিবার বিকালে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় তার মরদেহ উদ্ধার করা হয়। রুপা উপজেলার ভবানীরপুর গ্রামের অজয় দাশের স্ত্রী ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, গত রবিবার বিকেলে ঝনঝনিয়া নদীর পাড়ে স্কুল শিক্ষিকার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিবন রুপা দাসের মরদেহ উদ্ধার করে। এরপর হবিগঞ্জ মর্গে পাঠানো হয়। এদিকে মরদেহের পাশে পড়ে থাকা ৩টি বিষের বোতল পাওয়া গেছে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close