বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১২ মে, ২০২৪

পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে মাছচাষি মমিনুল ইসলামের পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার জোতবানী ইউনিয়নের ট্যাগরা তকিপুর এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার খিয়ারমামুদপুর গ্রামের মাছচাষি মমিনুল ইসলাম জোতবানী ইউনিয়নের ট্যাগরা তকিপুর গ্রামের মছির মাস্টারের ছেলে রানার কাছ থেকে ৫ বছরের জন্য পুকুরটি লিজ নেয়।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি মমিনুল ইসলাম বলেন, ‘এই পুকুরে আমি আড়াই বছর ধরে র মাছ চাষ করে আসছি। কয়েকদিন পর মাছগুলো বাজারে বিক্রি করতাম। কিন্তু শুক্রবার রাতে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলেছে।’

৬ নম্বর জোতবানি ইউনিয়নের ২ ওয়ার্ড সদস্য সাহানুর আলম বলেন, রাতের আধারে ওই মাছচাষির লিজ নেওয়া পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুকুরটি পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close