বগুড়া প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০২৪

বগুড়ায় ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

দেশে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের বগুড়ার তিনটি উপজেলার ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতীক বরাদ্দ পান।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে শুধু গাবতলী ও সারিয়াকান্দির প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সোনাতলায় ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সোমবার প্রত্যাহারের শেষ দিনে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান টিটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে সোনাতলা উপজেলায় ওই পদে কোনো প্রতীক বরাদ্দ হয়নি।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলার ছয়টি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন। প্রথম ও দ্বিতীয় ধাপের ছয়টি উপজেলার ৬৭ জন প্রার্থীর সবাই এতে অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close