সংক্ষিপ্ত সংবাদ
অ্যাডভোকেসি সভা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এইড ফাউন্ডেশনের উদ্যোগে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষা নিশ্চিতে অ্যাডভোকেসি সভা হয়েছে। এইড ফাউন্ডেশনের আয়োজনে গতকাল শনিবার দুপুরে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে এ আয়োজন হয়। নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানা ফন্ডস অর্থায়নে সিডিডি বাংলাদেশের সহযোগিতায় চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ কার্যক্রম করছে ফাউন্ডেশনটি। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা সামাওয়াতসহ আরো অনেকে।
স্মরণসভা
মাগুরা প্রতিনিধি
মাগুরায় গণকমিটির উদ্যোগে বিশিষ্ট সমাজকর্মী, প্রগতিশীল ব্যক্তিত্ব, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি মাগুরা জেলার আহ্বায়ক, আজীবন সংগ্রামী ওহিদুল হক মিয়ার স্মরণসভা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার মিলনায়তনে এ স্মরণসভা হয়। এতে গণকমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জাসদের মাগুরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে আলোচনা করেন নুরুন্নাহার, বাম গণতান্ত্রিক জোট জেলার সমন্বয়ক এবং বিপ¬বী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ প্রমুখ।
সংগঠকদের স্মরণ
ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লাখনিবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠকদের স্মরণে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার স্মরণ সভা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী যমুনা নদী সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোয় ওই কমিটির আহব্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভার প্রয়াত আকতারুল সরকার বকুল, আবদুল জব্বার, দ্বীপ চাঁদ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা এস এম এ খালেক, আবদুল মতিন, গোলাম মোস্তফা চিস্তির স্মরণে সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থনীতিবিদ জাতীয় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার জাতীয় কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যপক আনু মুহাম্মদসহ আরো অনেকে।
চিকিৎসা ক্যাম্প
ভোলাহাট প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দ্রোহী জনসেবা সংঘের আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পীরগাছী মাদরাসায় চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ১৯ জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎস দিয়ে এ কার্যক্রম শুরু হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবর আলী বিশ্বাস, আনোয়ারুল ইসলাম, আব্দুল গাফফার মুকুল প্রমুখ।
কর্মশালা
ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামালীতে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী উদ্বুদ্ধ করণ কর্মশালা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এ আয়োজন করে। কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপপরিচালক ইফতেখার রহমান।
বস্ত্র বিতরণ
রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর-মনোরপুর গ্রামে আসন্ন রায়পুরা পরিষদ নির্বাচনে পাড়াতলী ইউপি পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস কামাল জুয়েলের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। গতকাল শনিবার সকালে এসব বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজল হোসাইনের সভাপতিত্বে ও চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মেম্বারের সঞ্চানালয় উপস্থিত ছিলেন চান্দেরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সফল সভাপতি দানেশ আলী, সাবেক বিডিআর চেয়ারম্যান এম এ রব প্রমুখ।
"