খাগড়াছড়ি প্রতিনিধি

  ২০ এপ্রিল, ২০২৪

বান্দরবানে গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

বান্দরবানে যৌথ অভিযানের নামে গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এবং গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। গতকাল শুক্রবার দুপুর ১টায় খাগড়াছড়ি শহরে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শেষে স্বনির্ভর বাজারে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে করে।

সমাবেশে বক্তারা বলেন, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় নাটকীয় ব্যাংক ডাকাতি, পুলিশ-আনসার সদস্যদের অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনা ঘটে। রুমা, থানচি, আলীকদম উপজেলায় সাড়াশি অভিযানের নামে শিক্ষার্থীসহ ৬০ জনের অধিক বম সম্প্রদায়ের নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা অভিযোগে রাঙামাটির বিলাইছড়িতে ৮ জন ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, গ্রেপ্তার সাধারণ নিরপরাধ লোকজনকে নিঃশর্ত মুক্তি ও ব্যাংক ডাকাতির ঘটনা নিরপেক্ষ তদন্তপূর্বক সিসি ফুটেজ দেখে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close