ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২০ এপ্রিল, ২০২৪

ঠাকুরগাঁও

পরিষদ আছে নির্দিষ্ট সময়ে নেই কর্মকর্তা-কর্মচারী

ঠাকুরগাঁও সদরের জামালপুর ইউনিয়ন পরিষদে নির্ধারিত অফিস সময়ের আগেই চলে যায় সচিব, হিসাব সহকারী, নামিয়ে ফেলা হয় জাতীয় পতাকা। পরিষদে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় বলে সেবাগ্রহীতাদের অভিযোগ।

গত বৃহস্পতিবার সরেজমিনে ইউনিয়ন পরিষদ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা যায়, জামালপুর ইউনিয়ন পরিষদে কখনো স্যার থাকে না, কখনো সর্ভারের সমস্যা, ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে সেবা না পেয়ে বাড়ি চলে যেতে হয় সেবাগ্রহীতাদের।

ইউপি সচিব হাসানুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রাম পুলিশ এমন করে ফেলছে, ছোট মানুষ। আমি যখন ছিলাম তখন পতাকা ছিল।

অফিস সময়ে না থাকার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রাম পুলিশতো ছিল। আমার গ্রামপুলিশ যদি এ কাজ করে, আমি কি ‘আলেমুল গায়েব’। আপনি রিপোর্ট করলে করেন।’ কতৃপক্ষকে রিপোর্ট করেন বলে চলে জান।

এদিকে অফিস সময়ে পাওয়া যায়নি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছা. আফসানা আক্তার লাবনীকে।

এ বিষয়ে জামালপুর ইউপির চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ৩টার মধ্যে তো তাদের পরিষদে থাকার কথা আর এত তাড়াতাড়ি পতাকা নামানোর কথা না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close