আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২৪

কাদামাটি দিয়ে রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করায় জেল ও জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর সংস্কারের কাদামাটি দিয়ে রাস্তা পিচ্ছিল করে দুর্ভোগ সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঠিকাদারকে জেল ও জরিমানা এবং তার দুইজন সহযোগীকে জরিমানা করা হয়। গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের রামশালা শিমুলতলী এলাকার বেলা পুকুর থেকে পুকুর সংস্কারের নামে কাদা মাটি উঠিয়ে আক্কেলপুর-তিলকপুর সড়ক পিচ্ছিল করে ব্যবসা পরিচালনা করছিলেন ঠিকাদার। এতে রাস্তায় জনসাধারণের চলাচলের ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে ঠিকাদার তুহিনকে সাত দিনের জেল ও ১০০ টাকা এবং তার দুই সহযোগী শেখ নুরুজ্জামানকে ১০০ টাকা ও জাকারিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করেন আক্কেলপুর ইউএনও মনজুরুল আলম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close