বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২৪

বেনাপোল সীমান্ত

বিএসএফের রাবার বুলেটে ২ বাংলাদেশি আহত

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে ডালিম (৩৫) ও বাবু (৩৭) নামে দুই বাংলাদেশি আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের ডালিম ও একই গ্রামের বাবু।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গত মঙ্গলবার রাতে কয়েকজন সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে ডালিম ও বাবু নামে দুজন বুলেটবিদ্ধ হয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে পরবর্তীতে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close